একটু জ্যোতিষী কথা লিখছি – ঠাকুর ঘরের বাস্তুকথা লিখতে গিয়ে দেখছি খুব সমস্যা হচ্ছে।
একটি সংগ্রহ উল্লেখ করছি- “যদি কারোর জন্ম কুন্ডলীতে লগ্নভাব থেকে চতুর্থভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকে, তাহলে সেই বাড়ীতে সিংহাসনের উপর দেবতা প্রতিষ্ঠা করতে নেই,তাহলে আপনাদের ব্যক্তিগত জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে,এটা ভারতীয় বাস্তুশাস্ত্র মতে বাস্তুদোষ হিসেবে চিহ্নিত না হলেও ব্যক্তিগত জন্ম কুন্ডলী মতে এটা তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে চরম বাস্তু দোষ হিসেবে চিহ্নিত হয়ে…