যে গৃহে আপনি স্বজন-পরিজন নিয়ে বসবাস করবেন, যে গৃহ আপনার ভবিষ্যতের শান্তির নীড় হয়ে উঠবে, সেই গৃহের নির্মাণ কার্যে শুভাশুভ বিচার যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য৷ গৃহ নির্মাণ কোন দিন শুরু করা উচিত?
গৃহ নির্মাণের ক্ষেত্রে ‘বার’ বা ‘দিন’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ আসুন দেখে নিই-গৃহারম্ভের ক্ষেত্রে ‘বার’ বা ‘দিনে’র শুভ অশুভ ফলাফল- রবিবারে: গৃহারম্ভ করলে অগ্নিভয় থাকে৷ সোমবারে: গৃহারম্ভ শুভফল দেয়৷ উক্তগৃহে বাস করলে অর্থপ্রাপ্তি ঘটে৷ মঙ্গলবারে: গৃহারম্ভ অশুভ৷ নানা ভাবে ক্ষতির সম্ভাবনা থাকে৷ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারে: গৃহ নির্মাণের পক্ষে শুভ৷ শনিবারে: অশুভ৷ নানারূপ অমঙ্গলের ভয় থাকে৷

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *