‘ক্যালেন্ডার’-ই হোক বা ‘ওয়াল ক্লক’- বাস্ত্তবিধান মেনে যদি তা গৃহস্থ বাড়িতে টাঙানো যায় তবে তা গৃহস্থের পক্ষে শুভ ফলদায়ক হতে পারে৷ সন্ধান দিলেন বাস্ত্ত বিশেষজ্ঞ কিংবদন্তি গৌতমবাস্ত্ত সংক্রান্ত এই কলামে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকার বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে৷ প্রশ্ন উত্তর ইত্যাদি দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে আসছে৷ এই সপ্তাহে আমরা ছোট অথচ অত্যন্ত প্রয়োজনীয় কিছু ঘরোয়া টিপস যা প্রতিটি গৃহস্থ বাড়ির পক্ষে মঙ্গলদায়ক তাই নিয়ে আলোচনা করব৷
Similar Posts
সিঁড়ির ব্যবহারে গৃহের টেলুরিক উর্জা বৃদ্ধি
মানুষের জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে চলা সেটি পথ চলা, কিন্তু অভিকর্ষজ ত্বরনের বীরুদ্ধে চলা মানে উপরে চলা বা উপরে ওঠা যাকে টেকনিক্যাল পরিভাষায় সিঁড়ি (স্টেয়ার) বলা যেতে পারে । যদিও সিঁড়ি-র ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার বিষয়টিও আছে, আবার যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেই স্থানে একটি নির্দিষ্ট উচ্চতার স্থানে ফিরে আসাটাও এর অর্ন্তভুক্ত…
নব্য বিবাহিত –র বাস্তুবাসর :
মনে হচ্ছে আমার পোষ্টগুলো আপনাদের ভালো লাগছে না বা বুঝতে পারছেন না দুটোর মধ্যে একটা কিছু হবে। যে নিয়ম নিতী গুলো আপনাদের জানাচ্ছি আসলে না চাইতেই জলের মতো হয়ে গেছে মনে হয় । গত পোষ্টিং-এ যে নিয়মে আপনার বাসস্থানের ব্রহ্মস্থান নির্নয় হয় সেটি কি কোন পাঠক একবার ট্রাই করে দেখেছেন ? আমার মনে হয় না।…
কোথায় ক্যালেন্ডার ঝোলাবেন?
বাড়িতে নানা প্রয়োজনে ক্যালেন্ডার বা দিনপঞ্জী দেখার প্রয়োজন হয়৷ সেই কারণে ঘরে সুবিধা মতো জায়গায় ক্যালেন্ডার টাঙিয়ে বা সেঁটে রাখা হয়৷দিনের হিসাব খেয়াল রাখার জন্য বা প্রয়োজনীয় দিন জানার জন্য ঘরে বা অফিসে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য৷আপনার ব্যক্তিগত রুচি ও সুবিধা অনুযায়ী ঘরের সব দিকেই ক্যালেন্ডার লাগাতে পারেন৷ তবে বাড়ির দরজা বিশেষ করেযাতায়াতের প্রধান দরজার ওপর…
সুস্থ মাতৃত্ত্বে বাস্তুশাস্ত্রের গুরুত্ত্ব অপরিসীম
মাতৃত্বেই নারীত্বের পূর্ণ বিকাশ ঘটে। কিন্তু মা হওয়ার আগে গর্ভাবস্থায় ধকল, সাবধানতার শেষ থাকে না। এই বিষয়ে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, সহজ গর্ভধারণ ও তার পরবর্তী অধ্যায় আরও সাবলীল ও আনন্দদায়ক হতে পারে যদি বাস্তুশাস্ত্র মেনে ঘর সাজানো যায়। কেমন সেই পদ্ধতি? * বাস্তু বলছে, সন্তান চাইছেন এমন দম্পতির ঘর সব সময় উত্তর-পশ্চিমমুখী হওয়াই ভালো। অন্তত ততদিন…
আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে নিহিত আবেগতারিত যৌন ইঙ্গিত
লোকে বলে “বসন্ত এসে গেছে” । আমি বলি এত আনন্দের কি আছে । প্রখর গরমের দাবদাহকে আলিঞ্জন করার জন্য এত আনন্দ । পাতা ঝরার মধ্যেও আনন্দ । কয়েকজন ভদ্রলোকের কোন কাজ ছিল না তো তাই তারা সব সময় আনন্দেই থাকতেন। সবকিছুতেই উৎসব করতেন বর্তমানের মতো। তাদের চাকরি ব্যবসা কিছুই করতে হত না। একজনের তো শুধু…
গৃহ নির্মাণের ক্ষেত্রে শুভ ‘দিন’, ‘মাস’ ও নক্ষত্র বিচার করা অত্যন্ত আবশ্যক৷ গৃহে শান্তি বিধানে এই রকমই দরকারি কিছু টিপস।
যে গৃহে আপনি স্বজন-পরিজন নিয়ে বসবাস করবেন, যে গৃহ আপনার ভবিষ্যতের শান্তির নীড় হয়ে উঠবে, সেই গৃহের নির্মাণ কার্যে শুভাশুভ বিচার যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য৷গৃহ নির্মাণ কোন দিন শুরু করা উচিত?গৃহ নির্মাণের ক্ষেত্রে ‘বার’ বা ‘দিন’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ আসুন দেখে নিই-গৃহারম্ভের ক্ষেত্রে ‘বার’ বা ‘দিনে’র শুভ অশুভ ফলাফল-রবিবারে: গৃহারম্ভ করলে…