‘ক্যালেন্ডার’-ই হোক বা ‘ওয়াল ক্লক’- বাস্ত্তবিধান মেনে যদি তা গৃহস্থ বাড়িতে টাঙানো যায় তবে তা গৃহস্থের পক্ষে শুভ ফলদায়ক হতে পারে৷ সন্ধান দিলেন বাস্ত্ত বিশেষজ্ঞ কিংবদন্তি গৌতম বাস্ত্ত সংক্রান্ত এই কলামে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকার বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে৷ প্রশ্ন উত্তর ইত্যাদি দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে আসছে৷ এই সপ্তাহে আমরা ছোট অথচ অত্যন্ত প্রয়োজনীয় কিছু ঘরোয়া টিপস যা প্রতিটি গৃহস্থ বাড়ির পক্ষে মঙ্গলদায়ক তাই নিয়ে আলোচনা করব৷

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *