ঘর বোঝাই পুরনো আসবাব। সময়ের অভাবে ফেলতে পারছেন না। কিংবা সময় পেলেও আলসেমির চোটে কাজটা হয়ে উঠছে না। এদিকে জানেনও না যে, এইসব জিনিস আপনার জীবনে দুর্ভাগ্য বয়ে আনতে পারে যে কোনও সময়।

বাস্তুমতে, ঘরে আসবাব ঠিকমতো সাজিয়ে না রাখলে বা ঘর বোঝাই জিনিস থাকলে সেই ঘরে সৌভাগ্য প্রবেশ করতে পারে না। কারণ, সৌভাগ্যলক্ষ্মীর প্রবেশের রাস্তা আটকে রাখে বাড়তি আসবাব। তাই ঘর সাজানোর নামে এক গাদা জিনিস রাখার বদলে বেছে বেছে এমনব কিছু জিনিস রাখুন যেগুলি ঘর ও আপনার জন্য সত্যিই দরকারি। এবার দেখা যাক কী ধরনের জিনিস দুর্ভাগ্যের কারণ-

  • ঘরে ভাঙা চেয়ার বা টেবিল থাকলে দেরি না করে তাকে সরিয়ে ফেলুন এখনই।
  • পরেন না এমন একগাদা জুতো ফেলে না দিয়ে জমিয়ে রেখেছেন! এমন অভ্যাসও কিন্তু বাস্তুমতে দুর্ভাগ্যের কারণ।
  • যতই ব্যস্ত থাকুন ঘরের কোণে মাকড়সার জাল জমতে দেবেন না। ঘরের পক্ষে এটাও শুভ নয়।
  • পুজো করে সেই ফুল দিনের পর দিন ঘরে জমাবেন না। এই অভ্যাস অযথা হয়রানি বয়ে আনে জীবনে।
  • শুধু দেখতে ভালো বলে নষ্ট হয়ে যাওয়া ঘড়িটার মায়া কাটাতে পারছেন না? জানেন কি, এতে কোনওদিন আপনার জীবনে সাফল্য আসবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *