বাড়ির প্রতিটি আসবাবপত্রের বাস্ত্তসম্মত প্লেসমেন্ট কী রূপ হওয়া উচিত,

বাড়িঘর তৈরি তো করলেন! বাস্ত্ত-পরিকল্পিতভাবেই৷ এবার আসবাবপত্র সাজানোর পালা৷ অবশ্যই বাস্ত্তপরিকল্পনা মেনেই৷ ভাবছেন তো কোন আসবাবপত্র কোথায় রাখলে তা বাস্ত্তসম্মত হবে? বাড়িই হোক বা ফ্ল্যাটই হোক বাস্ত্তশাস্ত্রের সুফল পুরোপুরি পেতে হলে বাড়িঘরের নির্মাণশৈলী থেকে শুরু করে তার আভ্যন্তরীণ গৃহসজ্জা প্রতিটা বিষয়ের বাস্ত্ত পরিকল্পনা একান্ত প্রয়োজনীয়৷

অভ্যন্তরীণ গৃহসজ্জার অবিচ্ছেদ্য অংশ হল আসবাবপত্র৷ আধুনিক সমাজে আসবাবপত্রের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে৷ প্রয়োজনীয় ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবিত হচ্ছে একের পর এক নিত্যনতুন আসবাব৷ তারই মধ্যে প্রয়োজন ও গুরুত্বের নিরিখে যে সকল আসবাবপত্র প্রায় নিত্য প্রয়োজনীয়, তার মধ্যেই অন্যতম হল টিভি। টেলিভিশন সেটের বাস্ত্তসম্মত প্লেসমেন্ট কি রকম হওয়া উচিত সেই আলোচনা ও টিপস রইল৷
কোথায় রাখবেন টিভি?
১) আপনি যদি বাস্ত্ত পরিকল্পিতভাবে টিভি সেটটি রাখতে চান তবে তা বেডরুমে না রাখাই ভালো৷
২) যদি একান্তই রাখতে চান তাহলে শয়নকক্ষের উত্তর-পশ্চিম কোণে রাখতে পারেন৷
৩) সব থেকে ভালো হয় ড্রয়িং/লিভিং রুমের দক্ষিণ-পূর্ব দিকে যদি আপনার টিভি সেটটি রাখতে পারেন৷
৪) বেডরুমে যদি রাখেন তবে খাটের থেকে কমপক্ষে দু’মিটার দূরে রাখবেন৷
৫) আর তা যদি ড্রয়িং/লিভিং রুমে হয়, তাহলে তার সিটিং অ্যারেঞ্জমেন্টের থেকে দু-তিন মিটার দূরে রাখা উচিত৷

কোথায় থাকবে ডিভিডি, মিউজিক সিস্টেম?

টেলিভিশনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ডিভিডি প্লেয়ার, সেট-টপ বক্স, ডিটিএইচ, মিউজিক সিস্টেমের ক্ষেত্রেও উপরিউক্ত টিপস প্রযোজ্য৷
১) তাই টেলিভিশনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য ও মিউজিক সিস্টেমের প্লেসমেন্ট হওয়া উচিত৷
২) এই সমস্ত ইলেকট্রিকাল গ্যাজেটের ‘ভলিউম লেবেল’ অত্যন্ত চড়া না হওয়াই বাঞ্ছনীয়৷ অত্যন্ত উচ্চ স্তরের যে কোনও শব্দ গৃহস্থ বাড়ির পক্ষে অমঙ্গলজনক৷ বাস্ত্তশান্তির পক্ষে উপদ্রব স্বরূপ৷
সর্বদা চঞ্চলা গৃহলক্ষ্মীকে এইভাবে বাস্ত্তপরিকল্পিত রীতি-নীতি পদ্ধতি, প্রকরণের মাধ্যমে আপনার ‘বাস্ত্ত’ অর্থাত্‍ গৃহটিতে ‘স্থিত’ হতে সাহায্য করুন৷ পরিবর্তে পেয়ে যান ঐশ্বর্য্য, সম্পদ, শান্তি সমৃদ্ধি অফুরান যোগান৷ হ্যাঁ, এই রকম ছোটো ছোটো বাস্ত্ত টিপস মেনেই৷

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *