অন্দরের সাজ তখনই খোলে যখন দেওয়াল আর পর্দার রঙে রুচির ছাপ থাকে। সৌন্দর্য বা আব্রু বজায় রাখার পাশাপাশি ঘরে পজিটিভ এনার্জি ধরে রাখতেও এরা কিন্তু যথেষ্ট সাহায্য করে। প্রত্যেকটা ঘর যেমন আলাদা ভাবে ব্যবহার করা হয়, বাস্তু মতে, ঠিক তেমনি প্রতি ঘরের রংও আলাদা হওয়া উচিত।
প্রথমে পর্দার রঙের কথা। বাস্তু মতে, ঘরে দু’টি স্তরে পরদা টাঙানো উচিত।
পূর্বমুখী ঘরে সব সময় সবুজ পর্দা টাঙানোটাই ভালো।
পশ্চিম দিকে টাঙানোর সময় পর্দার রং হবে সাদা।
উত্তরমুখী ঘরে পর্দার রং হবে নীল।
দক্ষিণমুখী ঘরে এই পর্দাই লাল রঙের হবে।
বাস্তু মেনে কোন ঘরের দেওয়ালের রং কী হবে?
শোওয়ার ঘরের রং যত হালকা হবে তত মানসিক শান্তি এবং পারস্পরিক সম্পর্ক মধুর হবে। তাই গোলাপি, আকাশি নীল বা হাল্কা যে কোনও রং এই ঘরের জন্য উপযুক্ত।
ড্রইংরুমের দেওয়ালে করুন ক্রিম, সাদা বা বাদামি রং।
কিচেন মানেই তেল-মশলা-রান্নার ঝাঁঝের দাপট। তাই লাল ও কমলা রং এই ঘরে জন্য ভালো।
বাকি রইল স্নানঘর। বাস্তু বলছে, সাদা বা ফিকে নীল রং থাক স্নানঘরের জন্য।

এগুলো সাধারন আলোচনা। বিষদে জানতে পরামর্শ করুন ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *