‘ক্যালেন্ডার’-ই হোক বা ‘ওয়াল ক্লক’- বাস্ত্তবিধান মেনে যদি তা গৃহস্থ বাড়িতে টাঙানো যায় তবে তা গৃহস্থের পক্ষে শুভ ফলদায়ক হতে পারে৷ সন্ধান দিলেন বাস্ত্ত বিশেষজ্ঞ কিংবদন্তি গৌতমবাস্ত্ত সংক্রান্ত এই কলামে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকার বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে৷ প্রশ্ন উত্তর ইত্যাদি দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে আসছে৷ এই সপ্তাহে আমরা ছোট অথচ অত্যন্ত প্রয়োজনীয় কিছু ঘরোয়া টিপস যা প্রতিটি গৃহস্থ বাড়ির পক্ষে মঙ্গলদায়ক তাই নিয়ে আলোচনা করব৷
Similar Posts
বেডরুমে টিভি নয়
বাড়ির প্রতিটি আসবাবপত্রের বাস্ত্তসম্মত প্লেসমেন্ট কী রূপ হওয়া উচিত, বাড়িঘর তৈরি তো করলেন! বাস্ত্ত-পরিকল্পিতভাবেই৷ এবার আসবাবপত্র সাজানোর পালা৷ অবশ্যই বাস্ত্তপরিকল্পনা মেনেই৷ ভাবছেন তো কোন আসবাবপত্র কোথায় রাখলে তা বাস্ত্তসম্মত হবে? বাড়িই হোক বা ফ্ল্যাটই হোক বাস্ত্তশাস্ত্রের সুফল পুরোপুরি পেতে হলে বাড়িঘরের নির্মাণশৈলী থেকে শুরু করে তার আভ্যন্তরীণ গৃহসজ্জা প্রতিটা বিষয়ের বাস্ত্ত পরিকল্পনা একান্ত প্রয়োজনীয়৷ অভ্যন্তরীণ…
“ঝাঁটা কিনবেন না কি ধাতু”
আপনার যেটা প্রয়োজন সেটা কিনবেন। অযথা উটিউব দেখে বিভ্রান্ত হয়ে লাভ নেই। যদিও আগামী দিন আসছে যেখানে এক আর এক এর যোগফল উটিউব না দেখলে আমরা জানতেও পারবোনা। ১. পৌরাণিক পটভূমি ও তাৎপর্য:ধনতেরাস উৎসবটি একাধিক পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত।সমুদ্র মন্থন: সবথেকে প্রচলিত বিশ্বাস অনুসারে, সমুদ্র মন্থনের সময় এই দিনে (কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে) দেবী…
দেওয়াল-পর্দার রং-
লেখা বড় হলে পড়তে অসুবিধা হচ্ছে । আসলে ফেসবুকে যে সব অ্যাপলিকেশনের ছড়াছড়ি তাতে কে কার মত দেখতে মানে সেলিব্রিটির মতন, আর বাহুবলি-২ রিলিজ হবার পর, পুর্ব জন্মে নিজের কাটাপ্পাকে সবাই খুঁজে বেরাচ্ছেন, এসবের পর আর সময় থাকছে না । তাই লেখা ছোট ছোট করছি – ১.পুর্বদিকের ঘরে সবুজ পর্দা টাঙানোটাই ভালো।২. পশ্চিম দিকে টাঙানোর…
পজিটিভ এনার্জি আনবে দেওয়াল-পর্দার রং
অন্দরের সাজ তখনই খোলে যখন দেওয়াল আর পর্দার রঙে রুচির ছাপ থাকে। সৌন্দর্য বা আব্রু বজায় রাখার পাশাপাশি ঘরে পজিটিভ এনার্জি ধরে রাখতেও এরা কিন্তু যথেষ্ট সাহায্য করে। প্রত্যেকটা ঘর যেমন আলাদা ভাবে ব্যবহার করা হয়, বাস্তু মতে, ঠিক তেমনি প্রতি ঘরের রংও আলাদা হওয়া উচিত।প্রথমে পর্দার রঙের কথা। বাস্তু মতে, ঘরে দু’টি স্তরে পরদা…
রান্না ঘরের বাস্ত্ত কথা
বাড়িই হোক বা ফ্ল্যাট – তার কিচেন অর্থাত্ রান্নাঘরটি বাড়ির মহিলাদের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ৷ কারণ দিনের বেশির ভাগ সময়টাই বাড়ির মহিলাদের কাটাতে হয়৷ তাছাড়া এখানে যেহেতু পরিবারের সকলের জন্য খাবার তৈরি হয়, তাই ঘরটির অবস্থান এবং রান্নাঘরের প্রয়োজনীয় আসবাব ও ইলেকট্রিকাল যন্ত্রপাতি রাখার ব্যবস্থা স্বাস্থ্যসম্মতভাবে যদি করা যায় তাহলে তা পরিবারের সকলের সুস্বাস্থ্য সুনিশ্চিত হবে৷এই…
টেনশন ছাড়া রান্নাঘরের বাস্তু সমাধান
বাস্তু শাস্ত্রে রান্নাঘরের অবস্থান মানেই যেন ক্লাসের উপপাদ্যের মতো, গোটাটাই মুখস্ত করতে হবে । আর বাড়ির গিন্নীর ব্যাপার তো, তাই বিষয়টি খুব গুরুত্ত্বপুর্ন । বাড়ি করার শুরু থেকে শেষ পর্যন্ত্য এমনকি ঘরের রং পর্যন্ত্য বাড়ির গিন্নীরা-ই পছন্দ করেন । কেন জানি না সেই কচি কলাপাতা কলাপাতা রং যেন একটি গুরুত্ত্ব-ও রাখে । আর বাড়ির গৃহকর্তার…