০ প্রাথমিক শিক্ষামূলক পড়াশুনার ক্ষেত্রে পড়াশুনার ঘরের মধ্যে সর্বদা উত্তর দিক কিংবা উত্তর-পূর্ব কোণের (ঈশান কোণ) দিকে মুখ করে বসে প্রতিদিন পড়াশুনা করা উচিৎ । তবে উত্তর-পূর্ব কোণটাই (ঈশান কোণ) অধিক গুরুত্বপূর্ণ ।
০ পড়াশুনার ঘর সর্বদা সবুজ রঙ করা প্রয়োজন, কারন সবুজ রঙ বুধ গ্রহের রঙ আর এই রঙ থেকে আমাদের সবচেয়ে বেশী মনঃসংযোগ বাড়ে ।
০ পড়াশুনা করতে হলে সবসময় চেয়ার-টেবিল ব্যবহার করে তাতে বসে পরাশুনা করা উচিৎ,এবং তার সাথে যদি পাসে একটা টেবিল ল্যাম্প থাকে তাহলে সেটা ভারতীয় বাস্তু মতে শুভফলদায়ক।
০ উচ্চতর পড়াশুনার ক্ষেত্রে সর্বদা দক্ষিন-পূর্ব কোণ (অগ্নিকোণ) বরাবর মুখ করে প্রতিদিন পড়াশুনা করতে হবে ।
০ আপনার জন্ম কুন্ডলী (Horoscope) অনুযায়ী যে দিক শুভ, বাড়ীর সেইদিকের ঘরে পড়াশুনা করা উচিৎ।
০ পড়াশুনার ঘরে প্রতিদিন সকাল-সন্ধ্যে একটি করে চন্দনের ধুপ জ্বালানো উচিৎ,কারন একমাত্র চন্দনের ধূপের মধ্যে মনঃসংযোগ করার অধিক ক্ষমতা আছে।
০ পড়ারঘরে মধ্যে যদি একটা গ্লোব রাখতে পারেন।
০যেসব ছাত্ররা উচ্চতর শিক্ষামূলক পড়াশুনা করছেন,তারা পারলে তাদের পড়ার টেবিলে একটি পরিস্কার কাঁচের
গ্লাসে চারটি সবুজ রঙের মাথা ছোলা পেন্সিল নিয়ে সেগুলিকে একটি সবুজ সুতো দিয়ে ৩ প্যাঁচে বেঁধে পেন্সিল গুলোর ছোলা দিকটা উপরের দিকে করে সেই কাঁচের গ্লাসে রেখে দিন এবং সেই পেন্সিল সমেত গ্লাসটি রেখে দিন আপনার পড়ার টেবিলের উপর,এতেই আশাকরি আপনাদের পড়াশুনার প্রতি মনঃসংযোগ বৃদ্ধি পাবে,আর এই কাজটি করতে হবে শুক্ল পক্ষ্যের মধ্যে শুক্রবারে,
০ আপনাদের পড়ার বই গুলোর মধ্যে যদি পারেন তো তাহলে শুক্ল পক্ষের শনিবার করে একটি করে লবঙ্গ প্রতিটি বইয়ের মধ্যে রেখে দিন,ইহা করলে আপনাদের মনঃসংযোগ বাড়বে আশাকরি,
০ পরীক্ষার সময় যদি আপনারা আপনাদের হাতের অনামিকা আঙ্গুল (Ring Finger) দিয়ে টক দইয়ের ফোটা কিংবা হনুমান জীর মন্দিরে গিয়ে তাঁর ডান কাঁধের থেকে কিছুটা মেটে সিন্দুর অনামিকা আঙ্গুল (Ring Finger) দিয়ে কপালে এবং গলায় তিলক দিয়ে তারপর পরীক্ষা দিতে যান, তাহলে পরীক্ষাকেন্দ্রে আপনারমনঃসংযোগ সঠিকভাবে প্রয়োগকরতে পারবেন আশাকরি..
০ আপনাদের বাড়ীর শৌচালয় ঘরের (Toilet Room) পাশে অথবা শৌচালয় ঘরের (Toilet Room) দেওয়ালের সাথে সংযুক্ত কোনো ঘরে পড়াশুনা করা উচিৎ নয়।
০ আপনাদের বাড়ীর শোবার বিছানার উপর বসে পড়াশুনা করা কখনোও উচিৎ নয়, এটা ভারতীয় বাস্তুমতে কঠোরভাবে নিষিদ্ধ, তবে এই বাস্তুদোষের জন্য হয়তো প্রথম প্রথম আপনারা আপনাদের পড়াশুনার ক্ষেত্রে বাস্তুর কুপ্রভাব বুঝতে নাও পারেন কিন্তু পরবর্তীকালে উচ্চ শিক্ষার সময় ৯৯% নিশ্চিতভাবে আপনারা আপনাদের বাস্তুর কুপ্রভাব আপনাদের পড়াশুনার ক্ষেত্রে বুঝতে পারবেন। ০ পড়াশুনার ঘরে ধূনা দিলেও দিতে পারেন কিন্তু ধূপ দিতে গেলে শুধুমাত্র চন্দন ধূপ ছাড়া আর কোনো প্রকারের ধূপ আপনারা অন্তত আপনাদের পড়াশুনার ঘরে ব্যবহার না করার চেষ্টা করবেন ।
০ মাসে অন্তত একবার কলম,পেনসিল রাবার প্রভৃতির বাজার শিক্ষার্থী সহযোগে করতে হবে।
০ অপনার সন্তানকে সন্মান নিতে শেখান, পরাশুনাকে ভালোবাসতে শেখান। সারাদিনে তার পছন্দের তালিকার নির্দিষ্ট সময় অবধি কার্টুন দেখতে দিন । মানে আপনাকে সন্মান দিতে হবে।
০ পরাশুনাকে ভালোবাসতে শেখান।
০ জল বেশি করে খেতে বলুন।
০ সারাদিনে তার পছন্দের তালিকার নির্দিষ্ট সময় অবধি কার্টুন দেখতে দিন ।
০ ডাক্তার বাবুর চেকআপ এ রাখুন ।
০ শব্দহীন ঘড়ি রাখুন । টেবিল-এ একগ্লাস জল ঢাকা দিয়ে রাখুন।
০ লবনজন দ্বারা সপ্তাহে একবার ঘর পরিস্কার করুন ।
০ পড়তে বসার টেবিল –এ পড়ার সময় কাঁচের গ্লাসে হাফ গ্লাস জল ঢাকা অবস্থায় রাখতে হবে প্রয়োজনে খাওয়া যেতে পারে।
০ সুইচ বোর্ড লিনটন-এর পরের ৬ইঞ্চিতেই করতে হবে।
০ ঘরের মেঝের থেকে ছাঁদের নিচের উচ্চতা ন্যুনতম ১০ফুট ৩ ইঞ্চি হওয়া বাধ্যতা মুলক।
০ আলোর প্রাবাল্য নুন্যতম ৬০ ওয়াট এর সমতুল্য বা তার বেশি হওয়া বাঞ্ছনীয়।
০ সমগ্র ঘরের পরিসীমা মাপের ১/৩ অংশ খোলা রাখা উচিত।
০ সম্ভব হলে জানালা দরজার পরিমাপ বর্গক্ষেত্রফল অনুযায়ী করলে প্রভুত সুফল পাওয়া যায় ।
উপরে উল্লিখিত সকল টিপস্ গুলির প্রত্যেকটির পৃথক পৃথক বৈঞ্জানিক ব্যাখ্যা আছে, তাহলে আপনার মানতে অসুবিধা কোথায়। পরাশুনোর পরিবেশ সঠিক হলে পরাশুনো গতি পায়, আমি গতি বাড়িয়ে দিতে পারবো, আমি শুধুমাত্র
আপনাদের পরাশুনা করার প্রতি মনঃসংযোগ বাড়ানোর উপায় নিয়ে এতক্ষন আলোচনা করলাম,কিন্তু এই পড়াশুনাকে কে কতটা ভালোবেসে করবে সেটা পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার,তবে যাই হোক, কোনো ছাত্র যদি নিজে থেকে তার মধ্যে পড়াশুনার প্রতি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেইক্ষেত্রে আমার এই তথ্য কিংবা আমি তার কাছে দায়ী থাকব না,একমাত্র পড়াশুনাকে যারা ভালোবাসেন তারা এই তথ্য অনুসরন করলে সুফল পাবেন তার গ্যারান্টি দেওয়া যেতেই পারে ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *