মনে হচ্ছে আমার পোষ্টগুলো আপনাদের ভালো লাগছে না বা বুঝতে পারছেন না দুটোর মধ্যে একটা কিছু হবে। যে নিয়ম নিতী গুলো আপনাদের জানাচ্ছি আসলে না চাইতেই জলের মতো হয়ে গেছে মনে হয় । গত পোষ্টিং-এ যে নিয়মে আপনার বাসস্থানের ব্রহ্মস্থান নির্নয় হয় সেটি কি কোন পাঠক একবার ট্রাই করে দেখেছেন ? আমার মনে হয় না। ট্রাই করলে আমাকে আপনারা একবারের জন্য-ও কমেন্ট/ফোন করতেন । আমার এই পোষ্টগুলির একটি প্রয়াস হল বর্তমানে ভব সংসারে যে খনামা, ভৃগুবাবা,আচার্য গনের দৌরাত্ত্ব বেড়েছে অন্ততপক্ষে তাদের থেকে আপনাদের একটু উদ্ধার করা । একটু শেখা বা জানা থাকলে বুঝতে সুবিধা হয় । তা না হলে বাবা মা দের পাঁচরকম ফল বাতাসার খরচও আপনাদের থেকে বার করে নেবে । যাই হোক আজকের বাস্তু “বাসরের-১৩ কথা” নিয়ে –

  • বিবাহের পর স্বামী-স্ত্রী-র ঘর অগ্নিকোনে হওয়া বাঞ্ছনীয় এতে কামবৃদ্ধি হয় ।
  • ঘরের রং সিলিং- সাদা বা হালকা ব্লু টাচ। ওয়াল- বাই কালার, একটি দেওয়াল- পরপেল, অপরগুলি- ওফশেড।(আরো
    কালার কম্বিনেশন জানতে চাইলে বলে দেওয়া যেতে পারে )
  • দরজা জানালার পর্দা – রেড মিক্সড প্লেন ।ওফশেড।(আরো কালার কম্বিনেশন জানতে চাইলে বলে দেওয়া যেতে পারে )
  • দরজা জানালাতে কোনরকম শব্দ যেন না হয় তার দিকে খেয়াল রাখতে হবে।
  • সাউন্ড সিস্টেম রাখা বাদ্ধতামুলক।
  • বিছানার চাদর, বালিশ রক্তিম আভাযুক্ত শেড। কোনমতেই কালো নয়।
  • সুগন্ধি রুম ফ্রেশনার, বা ফুলদানিতে ফুল রাখতে হবে।
  • আলোতে বিতর্ক আছে, প্রয়োজনে নীলাভ বা লাল ব্যবহার করা যেতে পারে ।
  • ঘরে আয়না থাকলে তা রাতে ঢেকে রাখতে হবে।
  • দিনের বেলাতে সুর্যের আলো পর্যাপ্ত প্রবেশ করাতে হবে । অর্থাত সকল দরজা জানালা খোলা রাখা বাধ্যতা মুলক ।
  • শব্দওয়ালা দেওয়াল ঘড়ির বদলে মোশন দেওয়াল ঘড়ি লাগাতে হবে।
  • সিলিং ফ্যান থেকে কোন রকম শব্দ হচ্ছে কিনা,হলে ঠিক করিয়ে নেওয়া।
  • দেওয়ালে-র ক্যালেন্ডারে কোন রকম ঘষা খাওয়ার শব্দ হচ্ছে কিনা দেখাটাও জরুরী।
  • পায়ে সুরসুরি দেওয়া পাপোষ ।
    এছাড়া-ও আরো অনেক বিচার আছে সেগুলি প্রকাশ্য আলোকে না রাখাই ভালো ।

আপনারাও ট্রাই করতে পারেন । পুরোনোকে আবার নতুন করে পেতে ক্ষতি কি ? নিজেদের আবার নতুন করে চিনতে পারবেন । আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আপনার স্ত্রীকে বা স্বামীকে আপনি শেষ দিনেও চিনতে পারবেন না ।
ধন্যবাদ ,

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *