দাদা এসি-৩ টায়ার একটা দেখুন না হচ্ছে নাকি ? যা গরম পড়েছে তাতে ঠান্ডা করার যাবতীয় যন্ত্রের চাহিদা এখন তুঙ্গে । উচ্চবিত্ত বাড়ির বেড়াজাল ডিঙিয়ে মধ্যবিত্তদের আসবাব সজ্জাতেও ঢুকে পড়েছে এই যন্ত্রগুলি৷যার মধ্যে এ,সি হল অন্যতম যন্ত্র । বাস্ত্ত শাস্ত্র সম্পর্কিত সুফল ও কুফল যেভাবে একের পর এক মেলে ধরার চেষ্টা করছি তাতে ‘বাস্ত্ত ‘ সম্পর্কে অচেতন পাঠককূলের যাবতীয় কুসংস্কার , ‘যন্ত্র -মূর্তি’, ‘লকেট ‘ কেনাবেচার অসাধু ব্যবসায়ীক দ্বিধা -দ্বন্দ্ব, জড়তা উত্তরোত্তর কেটে চলেছে৷ কোন এক পাঠকের এই চাহিদার কথা মাথায় রেখেই আজকের আলোচ্য বিষয় এয়ার কন্ডিশনারের বাস্ত্তপরিকল্পিত স্থান কী রকম হওয়া উচিত তার কিছু টিপস –
১. ১০০ ঘনফুট ঘনপরিমাপের ক্ষেত্রে ১টন গুনাঙ্ক হারে এ.সি কিনুন।
২. এ.সি বসানোর আগে বিধিসম্মতভাবে ইলেকট্রিক মিটারের লোড বাড়িয়ে নিন অন্যথায় নতুন কানেকশন নিন৷
৩. মিটার থেকে আলাদা ভাবে ন্যুনতম ২.৫ এম.এম এর তারের সাহায্যে সুবিন্যস্ত ইলেকট্রিক ওয়্যারিংটা করিয়ে নেবেন৷
৪. এ.সি-র টন অনুযায়ী এম,সি,বি ও স্টার্টার ব্যবহার করুন।
৫. কমপ্রেসার পাইপ ও আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট দেওয়ালের যে অংশ কেটে সংযুক্ত করা হবে, সেই অংশ ১:১০ ভাগের অনুপাতে সিমেন্ট বালি মিশিয়ে অবশ্যই ভর্তি করে দিতে হবে।
৬. দরজা, জানালা গুলি যেন এয়ার টাইট হয়।
৭. বেডরুম -ই হোক কিংবা ড্রইংরুম –এ.সি লাগান দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে৷
৮. বেডরুমের ক্ষেত্রে স্প্লিট এসি -র থেকে উইনডো এসি লাগানোই বাস্ত্তসম্মত।
৯. সারাদিনে যে ঘরে এসি লাগালেন সেই ঘরটিতে পজিটিভ -এনার্জি, রোদ , হাওয়া , বাতাস প্রবেশ করতে দরজা –জানলা খুলে দিন।
১০. এসি –র জল নির্গমনের পাইপের অবস্থানও সুপরিকল্পিত হওয়া প্রয়োজন৷ নতুবা তা বাস্ত্ত দোষের উত্পত্তি ঘটাতে পারে৷ .
১১. এ.সি প্রয়োজনে ব্যবহার করুন অন্যথায় আপনার লক্ষী চঞ্চলা হয়ে উঠবে। এই উক্তিটি নিছক-ই আমার।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ।