বাড়িতে নানা প্রয়োজনে ক্যালেন্ডার বা দিনপঞ্জী দেখার প্রয়োজন হয়৷ সেই কারণে ঘরে সুবিধা মতো জায়গায় ক্যালেন্ডার টাঙিয়ে বা সেঁটে রাখা হয়৷দিনের হিসাব খেয়াল রাখার জন্য বা প্রয়োজনীয় দিন জানার জন্য ঘরে বা অফিসে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য৷আপনার ব্যক্তিগত রুচি ও সুবিধা অনুযায়ী ঘরের সব দিকেই ক্যালেন্ডার লাগাতে পারেন৷ তবে বাড়ির দরজা বিশেষ করে
যাতায়াতের প্রধান দরজার ওপর বা তার দু’পাশে ভুল করেও ক্যালেন্ডার লাগাবেন না৷সরাসরি চোখের ওপর এভাবে দিনের হিসাব ঝুলিয়ে রাখা ব্যক্তির পরমায়ুর পক্ষে অশুভ৷ক্যালেন্ডারের মাস, বছরের উল্লেখ আপনাকে প্রতিমুহূর্ত মনে করিয়ে দেবে জীবনের দিনগুলি ক্রমেই ফুরিয়ে আসছে৷এমন নেগেটিভ চিন্তার প্রভাব আপনার মনকে দুর্বল করে দিতে পারে৷ আপনি হতাশাগ্রস্থ হয়ে উঠতে পারেন৷তাই বাড়ির দরজার উপরে বা তার দু’পাশে ক্যালেন্ডার টাঙিয়ে রাখা অশুভ ফল প্রদানকারী হিসেবে বিবেচিত৷